প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটি প্রতিরক্ষা নীতিমালা দিয়ে গেছেন যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি দেশ যে প্রতিটি দেশের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এটি আমরা ধরে রাখতে পেরেছি।’
আজ সোমবার সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২২-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশকে আমরা আর্থসামাজিকভাবে উন্নত করব। সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, মাদক, দুর্নীতি থেকে দেশকে মুক্ত রেখে আমরা আর্থসামাজিক উন্নয়ন করে যাব। কারণ, অর্থনৈতিকভাবে যদি আমরা স্বাবলম্বী না হই, তাহলে আমাদের স্বাধীনতা ও স্বাধীনতার চেতনা আমরা ধরে রাখতে পারব না।’
সরকারপ্রধান বলেন, ‘আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলে এটি সম্ভব হয়েছে। আমরা সরকার গঠন করার পর থেকে আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছি।’
আরও পড়ুনঃইউনিয়ন পরিষদ আইন সংশোধন