বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আজ সোমবার বেড়ে গেছে। রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেঁধে দেওয়ার পশ্চিমা পদক্ষেপের পর এই পরিস্থিতি তৈরি হলো। খবর বিবিসির।
ইউক্রেনে হামলার জেরে মস্কোকে চাপে ফেলার অংশ হিসেবে গত শুক্রবার রাশিয়ার জ্বালানি তেলের দাম বেঁধে দিতে সম্মত হয় জি-৭ ও তার মিত্র দেশগুলো।
সমঝোতা অনুযায়ী, সমুদ্রপথে আমদানি করা রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেল ৬০ ডলারের বেশি দামে কেনা যাবে না। আজ থেকে এই দাম কার্যকর হওয়ার কথা।
আরও পড়ুনঃবিএনপি গণতন্ত্রের সবচেয়ে বড় বাধাঃওবায়দুল কাদের