শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন

গাড়ি মামলায় হাজিরা দিলেন ফকরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৮ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি।মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, আদালতের কিছু সীমাবদ্ধতার কারণে মামলার অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে মিন্টো রোডে প্রধান বিচারপতির বাসবভনের সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল আজ ১ ডিসেম্বর। শুনানি শেষে দিন পেছানো হয়েছে।

অন্যদিকে, মতিঝিলে ২০১৫ সালে গাড়ি ভাঙচুরের মামলায় সিএমএম আদালতে হাজিরা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

আরও পড়ুনঃ যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..