আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আট সমাবেশের চেয়ে বেশি লোক হয়েছে আজকে চট্টগ্রামের পলোগ্রাউন্ডের সভায়। জনসমুদ্র তৈরি হয়েছে। তিনি বলেন, ‘ফখরুল দেখে যান। আমির খসরু, নোমান সাহেব দেখে যান।’
আজ রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেওয়ার সময় ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে এ কথা বলেন। জনসভায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, ‘সারা চট্টগ্রাম জুড়ে মিছিল আর মিছিল। ফখরুল খেলা হবে, হবে খেলা।’ এ সময় তিনি আরও বলেন, ‘বীর চট্টগ্রাম প্রস্তুত। খেলা হবে।’ সমবেত মানুষ চিৎকার করে ওবায়দুল কাদেরকে সমর্থন জানান।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী আজ চট্টগ্রামে জনসভায় ভাষণ দেবেন
ওবায়দুল কাদের বলেন, যুদ্ধ আর মন্দার কারণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গরিব মানুষের কথা ভেবে ঘুমাতে পারেন না। তিনি তাদের বাঁচাতে নির্ঘুম রাত কাটান।
বিএনপিকে নালিশ পার্টি বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের কথা কেউ বিশ্বাস করে না। লন্ডন ও দুবাইয়ের বস্তা বস্তা টাকা এনে বিএনপি সমাবেশ করছে বলে অভিযোগ করেন তিনি।
ওবায়দুল কাদের বিএনপিকে সংবিধান সংশোধনের দিবাস্বপ্ন ভুলে যাওয়ার ও তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলার আহ্বান জানান।
আরো পড়ুন: ২০২৩ সালে রেলের নতুন সময়সূচি আসবে।