শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৮ বার পঠিত

পল্টন থানার পুরোনো নাশকতার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন আজ রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক শাহ আলম।

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে গতকাল শনিবার রাতে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে সুলতান সালাউদ্দিনকে আটক করে। মামলার কাগজপত্রের তথ্য বলছে, গত মে মাসে পল্টন থানায় করা নাশকতার মামলায় সুলতানসহ সাতজনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

পরে রিমান্ড বাতিল চেয়ে সুলতানের আইনজীবীরা জামিন আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ বানচাল করার জন্য সুলতান সালাউদ্দিনসহ অন্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির জন্য এই মামলা করেছে পুলিশ।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত সুলতান সালাউদ্দিনসহ সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে দেখা গেছে, সুলতানের মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগান দেন।

আরও পড়ুনঃসমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..