বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:৫০ অপরাহ্ন

সমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৪ বার পঠিত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এটি ইরাবতী প্রজাতির ডলফিন বলে জানা গেছে। আজ রোববার দুপুর ১২টায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে তিন নদীর মোহনা এলাকায় ডলফিনটি ভেসে এসে আটকা পড়ে। পরে খবর পেয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটি উদ্ধার করে মাটিচাপা দেন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, শনিবার রাতের জোয়ারে ডলফিনটি ভেসে এসেছে। চার ফুট দৈর্ঘ্যের ডলফিনটির মুখে ক্ষত রয়েছে। তিন-চার দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। এ নিয়ে চলতি বছরে কুয়াকাটা সৈকত ও পার্শ্ববর্তী এলাকায় ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে।

উপকূলের পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য এবং সমুদ্রের নীল অর্থনীতি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ কার্যক্রমের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কোনো কিছুর সঙ্গে আঘাত পেয়ে ডলফিনটি হয়তো মারা গেছে। অনেক সময় সমুদ্রে জেলেরা ছেঁড়া জাল ফেলে দেন। ছেঁড়া জালের সঙ্গেও আটকে এসব সামুদ্রিক প্রাণীর মৃত্যু হতে পারে। ছেঁড়া জাল, প্লাস্টিক সমুদ্রে ফেলা বন্ধে জেলেদের সচেতন করা দরকার। সমুদ্রের সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আর তা না করতে পারলে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটতে থাকবে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পেয়েই বন বিভাগের একটি দল ডলফিনটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছে।
আরও পড়ুনঃআফজাল হোসেনের সঙ্গে পর্দা ভাগাভাগি করে মৌসুমী হামিদের ইচ্ছা পূরুণ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..