শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলন চলছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এ সম্মেলন।
জাতীয় ও দলীয় সংগীত, দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১১টার নাগাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আরও পড়ুনঃদিন ও রাতের তাপমাত্রা কমতে পারে

সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আবু আহম্মদ মোহাম্মদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

পদপ্রত্যাশীদের ব্যানার-পোস্টারে চেয়ে গেছে পুরো নগর। রাজধানী ঢাকার ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন ঘিরে উজ্জীবিত সংগঠনের নেতাকর্মীরা।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘিরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শীর্ষ পদ নিজের অনুকূলে নিশ্চিত করতে মরিয়া পদপ্রত্যাশীরা।
প্রতিবছর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত তিন বছর করোনার কারণে সময়মতো অনুষ্ঠিত হয়নি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন।

আরও পড়ুনঃবাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির অনন্য নিদর্শন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..