প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা সাক্ষাৎ করেছেন। রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন তারা।
আরও পড়ুনঃমানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে কাজ করবে হুয়াওয়ে
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান এবং জার্মান আওয়ামী লীগের চতুর্থবারের নির্বাচিত সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু ও জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরীসহ অন্যান্য নেতা-কর্মীরা এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রধানমন্ত্রী দলের খোঁজখবর নেন এবং প্রবাসে দেশের ও দলের জন্য কাজ করার নির্দেশনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন-সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতা-কর্মীরা।
আরও পড়ুনঃআওয়ামীলীগ কেন জানি বিএনপি-জাতীয় পার্টির মত হয়ে যাচ্ছে: হুইপ স্বপন