নোয়াখালী সদর উপজেলায় ওএমএসের সরকারি ১১৩০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মো.আব্দুল হাকিম (৪৭) নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের গোপাই গ্রামের দাইয়া মিয়ার বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে।
আরও পড়ুনঃবাধা দিতে চাই না তবে আগুন আর লাঠি নিয়ে আসলে খেলা হবে’
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গ্রেফতার মাদক কারবারিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল মঙ্গলবার নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দত্তেরহাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরের ভিতর থেকে এই চাল উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্তে এসব চাল উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজনকে গ্রেফতার করে।
আরও পড়ুনঃবাধা দিতে চাই না তবে আগুন আর লাঠি নিয়ে আসলে খেলা হবে’