শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে কাবাডি খেলা ভূমিকা রাখতে পারে: আইজিপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কাবাডি খেলা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাবাডি খেলার উন্নয়নের অবারিত সুযোগ রয়েছে। এজন্য ফেডারেশনের কর্মকর্তাদেরকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃইন্টারন্যাশনাল উইমেন পিস আ্যন্ড সিকিউরিটি সেমিনার উদ্বোধন

সোমবার (২৮ নভেম্বর) বিকালে পুলিশ সদর দফতরের হল অব প্রাইডে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি একথা বলেন।
আইজিপি বলেন, বঙ্গবন্ধু ঘোষিত জাতীয় খেলা কাবাডি আমাদের দেশের জনপ্রিয় খেলা। কাবাডি ফেডারেশনের মাধ্যমে বর্তমানে এ খেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের কাবাডি খেলোয়াড়রা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। তিনি স্কুল-কলেজে কাবাডি খেলাকে আরও জনপ্রিয় করে তোলার মাধ্যমে সারাদেশে এ খেলা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

সভায় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান কাবাডি খেলার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন।
এছাড়া সভায় নারী কাবাডি আয়োজনসহ অন্যান্য প্রতিযোগিতা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃনোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..