যশোরে নিজ ঘরের খাটের নিচ থেকে রাহুল হোসেনের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মা সার্জিনা বেগম বাইরে থেকে ফিরে খাটের নিচে ছেলের মরদেহ দেখতে পান।
আরও পড়ুনঃআইনজীবী সমিতির নির্বাচন-২২ সম্পন্ন আজ
শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনালী সায়েমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাহুলের চাচা রাহাজান আলী বলেন, রাহুল স্থানীয় কাওরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার বড় বোন রবিলা খাতুনের সন্তান ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মা সার্জিনা বেগম সেখানেই আছেন কয়েকদিন ধরে। শনিবার সকালে বাবা শাহজাহান আলী রাহুলকে বাড়ি রেখে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। দুপুর আড়াইটার দিকে মা ও বাবা বাড়ি ফিরে ছেলে রাহুলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিছানা করার সময় দেখতে পান ছেলে রাহুল খাটের নিচে মৃত অবস্থায় পড়ে আছে। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে খাটের নিচ থেকে মরদেহ বের করে আনেন। এসময় খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের এসআই সুমন বিশ্বাস গভীর রাতে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
রোববার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। রাহুলের মৃত্যুর কারণ অনুমান করতে পারছেন না তার পরিবারের সদস্য ও পুলিশ। শিশুটির মৃত্যুতে পরিবারের সবাই বাকরুদ্ধ হয়ে গেছেন।
ঝিকরগাছা থানার এসআই সুমন বিশ্বাস বলেন, মৃত রাহুলের মুখে ও দাঁতে রক্ত, বাম হাতের কনুই এবং আঙ্গুলের পাশে ছেঁচড়ে যাওয়ার দাগ রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
আরও পড়ুনঃতিন মামলায় জামিন পেলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খোকন