শীত এলেই ত্বকের যত্ন নিয়ে আমাদের ভাবনায় পড়তে হয়। এসময় বাজারে গ্লিসারিনের চাহিদাও ব্যাপক। তবে আজকাল অন্যান্য প্রসাধনীর ব্যাপক তোরজোর শুরু হওয়ায় গ্লিসারিনের ব্যবহার করতে চান না অনেকেই। কিন্তু দামে সাশ্রয়ী এবং উপকারি এই উপাদান শীতে আপনার প্রধান সঙ্গী হয়ে উঠতে পারে। কেন? চলুন জেনে নেই:
আরও পড়ুনঃফায়ার সার্ভিসের আধুনিকায়ন জরুরি: রাষ্ট্রপতি
ত্বক পরিষ্কার রাখতে গ্লিসারিন কার্যকর। মুখে জমে থাকা তেল কিংবা ময়লা দূর করতে ক্লিনজিং মিল্কের বদলে গ্লিসারিন ব্যবহার করাই শ্রেয়।
ত্বকে কোষের পানি ধরে রাখতে গ্লিসারিন কার্যকর। গ্লিসারিন ব্যবহারে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে। নিয়মিত গ্লিসারিন ত্বকে ম্যাসাজ করলে উপকার পাবেন।
গ্লিসারিন
গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে রাতে ঘুমোনোর আগে টোনিং করতে পারেন। শীতে এই চর্চা শুরু করলে ত্বক ফাটবে না।
যাদের গোড়ালিতে ফাটল ধরে তারা নিয়মিত রাতে গোড়ালিতে গ্লিসারিন মাসাজ করে দেখতে পারেন।
গ্লিসারিনের যেহেতু কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই সেহেতু ত্বকের প্রদাহজনিত সমস্যা কমাতেও গ্লিসারিনের জুড়ি নেই।
আরও পড়ুনঃতৃণমূল নেতাদের উন্নয়ন প্রচারের তাগিদ প্রধানমন্ত্রীর