তুরস্কে অনুষ্ঠিতব্য এশিয়ার রাজনৈতিক দলগুলোর কনফারেন্সে যোগ দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আরও পড়ুনঃএসপির জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা।
বুধবার (১৬ নভেম্বর) রাতে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল তুরস্কের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
এশিয়ার রাজনৈতিক দলগুলোর এ কনফারেন্সে এবারের হোস্ট তুরস্ক। আগামী ১৭, ১৮, ১৯ নভেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী এ সম্মেলন। এতে আওয়ামী লীগের দুই সদস্যের প্রতিনিধি অংশ নিচ্ছেন।
প্রতিনিধিদলে থাকছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ।