মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:২০ পূর্বাহ্ন

ব্রাজিল থেকে চিনি আমদানি করা হচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

ব্রাজিল থেকে ১২ হাজার ৫০০ টন চিনি আমদানি করছে সরকার। এই চিনি সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দরিদ্র মানুষের কাছে বিক্রি করা হবে। চিনি আমদানিতে ব্যয় হবে ৬৫ কোটি ৯৮ লাখ টাকা।
আরও পড়ুনঃহুমায়ুন রশীদ এক উজ্জ্বল নক্ষত্রের নাম: প্রধানমন্ত্রী
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ বিষয়ে ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রস্তাব অনুমোদনের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিনি আমদানির প্রস্তাবটি নির্ধারিত ছিল না। এটি টেবিলে উপস্থাপিত হয়। সাঈদ মাহবুব খান বলেন, উন্মুক্ত দরপত্রপদ্ধতিতে ব্রাজিল থেকে এ চিনি আমদানিতে খরচ পড়বে ৬৫ লাখ ৫২ হাজার ৬২৫ মার্কিন ডলার। প্রতি টন চিনির দাম পড়বে ৫২৪ মার্কিন ডলার।

ফ্যামিলি কার্ডের আওতায় এক কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। বাজারে চিনির দাম প্রতি কেজি ১১০ থেকে ১১৫ টাকা হলেও টিসিবি বিক্রি করবে ৫৫ টাকা কেজি দরে।

আরও পড়ুনঃহুমায়ুন রশীদ এক উজ্জ্বল নক্ষত্রের নাম: প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..