বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দী উদ্যানের দিকে হাজারো নেতা-কর্মী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩৮ বার পঠিত

আওয়ামী যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে সংগঠনের হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন।

আরও পড়ুনঃছাত্রলীগের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

সংগঠনের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশের আয়োজন করেছে আওয়ামী যুবলীগ। দুপুর আড়াইটা থেকে এই মহাসমাবেশ শুরু ও

পিকআপে করে মহাসমাবেশস্থলের দিকে যাচ্ছেন নেতা–কর্মীরা

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাসমাবেশের সময় সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।মহাসমাবেশে যোগ দিতে আজ সকাল থেকেই যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন।

আরও পড়ুন১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের দিন যুবলীগ রাজপথে থাকবে: পরশ
মোটরসাইকেলে করে মহাসমাবেশস্থলের দিকে যাচ্ছেন নেতা–কর্মীরা

মোটরসাইকেলে করে মহাসমাবেশস্থলের দিকে যাচ্ছেন নেতা–কর্মীরা
ছবি: শুভ্র কান্তি দাশ

বিভিন্ন এলাকা থেকে যুবলীগের হাজারো নেতা-কর্মী দল বেধে বাস, পিকআপ, মোটরসাইকেলে করে মহাসমাবেশস্থলের দিকে যাচ্ছেন। তাঁরা নির্ধারিত স্থানে যাওয়ার পর মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছেন।

মহাসমাবেশে যোগ দিতে যাওয়া যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সংগঠনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তৈরি টি-শার্ট, ক্যাপ পরেছেন। তাঁরা ব্যানার-প্ল্যাকার্ড বহন করছেন। ভুভুজেলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। নানা স্লোগান দিচ্ছেন।

রাজপথ কাদের, তা ১১ নভেম্বর দেখিয়ে দেওয়া হবে: যুবলীগ চেয়ারম্যান

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছেন নেতা–কর্মীরা

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছেন নেতা–কর্মীরা
ছবি: তানভীর আহম্মেদ

আজ বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান করে দেখা যায়, বাস-পিকআপ-মোটরসাইকেলে করে যুবলীগের নেতা-কর্মীরা মহাসমাবেশস্থলের দিকে যাচ্ছেন। নেতা-কর্মীদের পরনে এক রঙের টি-শার্ট। মাথায় ক্যাপ। হাতে পতাকা। যেতে যতে তাঁরা নানান স্লোগান দিচ্ছেন। সারি সারি পিকআপে সাউন্ডবক্স বাজানো হচ্ছে। অনেকে ভুভুজেলা বাজাচ্ছেন।এ ছাড়া অনেকে পায়ে হেঁটে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন। এ কারণে কোথাও কোথায় যানজট তৈরি হতে দেখা গেছে।

কোথাও কোথায় যানজট তৈরি হতে দেখা গেছে

কোথাও কোথায় যানজট তৈরি হতে দেখা গেছে
ছবি: তানভীর আহম্মেদ

যুবলীগের মহাসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

যুবলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসমাবেশকে সফল করতে মোট ১০টি উপকমিটি করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।

চালের দাম বাড়লে কমে আমিষ খাওয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..