এসব জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপি-জামায়াতের নজিরবিহীন এই সন্ত্রাসের সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে।
ওবায়দুল কাদের দাবি করেন, খালেদা জিয়াসহ শীর্ষ নেতারা টেলিফোনে নির্বিচারে মানুষ হত্যার নির্দেশনা দিচ্ছেন, এমন টেলিফোন আলাপও গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। সারা দেশের বিবেকবান মানুষ যখন বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের নারকীয় ঘটনার বিচার দাবি করছে, তখন বিএনপির নেতারা নির্লজ্জভাবে অতীত অপকর্মের দায়ভার অস্বীকার করার হাস্যকর প্রচেষ্টা চালাচ্ছেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ছাড়া সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কোনো সুযোগ বাংলাদেশে আর নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে।