রবিবার, ২৮ মে ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন

মানুষের কাছে প্রয়োজনীয় জিনিস সহজলভ্যে ভূমিকা রাখে বিপণন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

বিপণন বিশ্বের মানুষের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তৃতীয় ওয়ার্ল্ড মার্কেটিং সামিট (ইডব্লিওএমএস) উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। রোববার থেকে এই সামিট শুরু হচ্ছে। চলবে সোমবার পর্যন্ত।

প্রধানমন্ত্রী বলেন, মহামারি ও যুদ্ধ উভয়ের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় যা আমদানিনির্ভর দেশগুলোকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলেছে। বিপণন একটি শৃঙ্খল যা সারা বিশ্বের মানুষের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, আমাদের সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসা, উদ্যোক্তা, ই-কমার্স, আইটি সেক্টর ইত্যাদি ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..